বিএনপি অফিসের সামনে বোমা সদৃশ বস্তু, চিরকুটে হুমকি

2 months ago 7

মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামে স্থানীয় বিএনপি অফিসের সামনে থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। সেখানে পড়ে ছিল হুমকি সম্বলিত একটি চিরকুট।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে পুলিশের একটি দল এসব বস্তু ও চিরকুট উদ্ধার করেছে।

বিএনপি অফিসের সামনে বোমা সদৃশ বস্তু, চিরকুটে হুমকি

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নওদা মটমুড়া গ্রামের স্থানীয় বিএনপির অফিস রাতে বন্ধ করে নেতাকর্মীরা বাড়ি যান। বৃহস্পতিবার সকালে অফিসের সামনে স্কচ টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ বস্তু দুটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বস্তুগুলোর পাশে পাওয়া যায় হাতে লেখা একটি চিরকুট।

চিরকুটে লেখা রয়েছে, ‘শেখ হাসিনা পালিয়ে গেছে তো কি হয়েছে জায়গার মাল জায়গায় বসে আছি। ভবিষ্যতে ক্ষমতা পেলে ফিলিস্তিনের মতো হবে।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, বোমা সদৃশ বস্তু দুটি পানি ও বালু ভর্তি পাত্রে রেখে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনার পেছনে কারা রয়েছে তদন্ত করা হচ্ছে।

এদিকে বুধবার রাতে গাংনীর গাংনী-বারাদি সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পথচারীদের টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় অজ্ঞাত ডাকাতরা।

jagonews24

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাংনী-বারাদি সড়কের ধানখোলা থেকে গাংনী থানাপাড়া পর্যন্ত প্রায় ফাঁকা স্থান। রাতে এ পথ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত ৮-১০ জন ডাকাত ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় পথচারী গাংনী কাঁচাবাজার পাড়ার আরিফুল ইসলাম, কাষ্টদহ গ্রামের শিশির আলী, ধানখোলা গ্রামের বিপ্লব হোসেনের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে অপরাধী শনাক্ত ও তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আসিফ ইকবাল/এমএন/জিকেএস

Read Entire Article