বিএনপি আজ হোক কাল পিআর সিস্টেমে নির্বাচন দাবি করবে : ফয়জুল করীম

3 hours ago 3

বিএনপি আজ হোক কিংবা কাল পিআর সিস্টেমে নির্বাচন দাবি করবে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরিশাল নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর এ অনুষ্ঠানের আয়োজন করে।

ফয়জুল করীম আরও বলেন, যেসব জায়গায় ইসলামী দলের শক্তিশালী প্রার্থী থাকবে সেখানে ইসলামবিরোধী সমস্ত শক্তি অবশ্যই হারবে।

গণসমাবেশে প্রধান অতিথি মুফতি ফয়জুল করীম অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বলেন, কোনো এক দিকে ঝুকে যাবেন না। নির্বাচন যেদিন করেন আপত্তি নাই। কিন্তু প্রয়োজনীয় সংস্কার ও দৃশ্যমান বিচার ব্যতীত যদি নির্বাচন দেন তাহলে অবশ্যই জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

নির্বাচন কমিশনারকে নিয়ে ফয়জুল করীম বলেন, নির্বাচন কমিশন নিজেই সংবিধানের বাইরে। যেহেতু নির্বাচন কমিশন সংবিধানবিহীন তাই পিআরও পদ্ধতিও সংবিধানবিহীন হওয়া উচিত। সংস্কার, বিচার করে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। না হলে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আদায়ে দেশপ্রেমিক ছাত্র-জনতা আবার রাজপথে নামতে বাধ্য হবে।

এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামিক দলগুলোকে নির্বাচিত করে একবার পরীক্ষা করার অনুরোধ জানান মুফতি ফয়জুল করীম।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের সভাপতি অধ্যাপক লোকমান হাকীমের সভাপতিত্ব এবং মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের ও জেলার সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমানের যৌথ সঞ্চালনা করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য আলহাজ মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, বরিশাল-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুহাম্মদ রাসেল সরদার মেহেদী ও দলের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা কাজী মামুনুর রশীদ খান।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ নগর সহসভাপতি মাওলানা সৈয়দ নাছির আহমাদ কাওছার, জেলা সহসভাপতি মুহাম্মাদ শেখ শামসুল আলম মিলন, নগর সহসভাপতি মাওলানা ইদ্রিস আলী, জেলা সহসভাপতি মাওলানা জামিলুর রহমান, নগর যুগ্ম সম্পাদক মাওলানা আজিজুল হক, সহসম্পাদক মুফতি নাসির উদ্দিন নাইস, সাংগঠনিক সম্পাদক এইচ এম হাসানুজ্জামান মিরাজ, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফ আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

Read Entire Article