বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আগামীতে একটি সুন্দর ও মানবিক রাষ্ট্র গঠন করতে চায় বলে জানিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব মো. মোস্তফা জামান।
তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। জনগণের জন্য, জনগণের কল্যাণেই বিএনপির রাজনীতি।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরখানের ৪৬ নম্বর ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়ে এ কথা বলেন। উত্তরখান থানাধীন ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য আহসান হাবীব মোল্লা, উত্তরখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সুলতান মাহমুদ বকুল, যুগ্ম আহ্বায়ক সেলিম মোল্লা, রফিকুল ইসলাম মূলক, মজিবুর রহমান, রবিউল হক বাবু, থানা সদস্য হিরন পারভেজ, মো. মাসুম, মোহাম্মদ বাবুল, সাইফুল ইসলাম।
এছাড়া ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হানুল বাছেদ, সাধারণ সম্পাদক মেহেদী খাঁন দুলাল, ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক রিপন মিয়া, ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহিম হাওলাদার মারজান, সাধারণ সম্পাদক জামাল উদ্দিনসহ শতাধিক নেতাকর্মী খাল পরিষ্কার কার্যক্রমে অংশগ্রহণ করেন।