বিএনপি কর্মী হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
কুমিল্লার দেবিদ্বারে বিএনপির কর্মী ছিদ্দিকুর রহমানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আমির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আমির হোসেন উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।
এর আগে মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় সদরঘাট এলাকা থেকে আমির হোসেনকে গ্রেপ্তার করে নৌপুলিশ।
জানা গেছে, গত ৫ আগস্ট বিকেলে শেখ হাসিনা সরকারের পতনের পর কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহবাদ ইউনিয়নের সাইচাপাড়া বাজারে স্থানীয় ছাত্র-জনতার এবং এলাকাবাসী বিজয় মিছিল বের করে। মিছিল শেষে কয়েকজন ছাত্র-জনতা ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. আমির হোসেন মেম্বারের অফিসে হামলা চালিয়ে ছবি ভাঙচুর করে। এ ঘটনায় মীমাংসার একটি সালিশ বৈঠকে ইউপি সদস্য আমিরের নেতৃত্বে তার দলবল বিএনপি কর্মী ছিদ্দিকুর রহমানকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই মো. কাউছার হোসেন ইউপি সদস্য আমির হোসেনকে প্রধান আসামি করে ৬৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০/২৫০ জনের নামে একটি মামলা করেন।
দেবিদ্বার থানার ওসি খালিদ সাইফুল্লাহ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির এক কর্মী হত্যা মামলায় প্রধান আসামি ইউপি সদস্য আমির হোসেনকে ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে নৌপুলিশ। পরে তারা আমাদের কাছে হস্তান্তর করে। বুধবার ১১টার দিকে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।