‘বিএনপি ক্ষমতায় এলে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে’

10 hours ago 2

সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রতিটি বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। যদি সরকারি চাকরি নাও দেওয়া যায়, তবে অস্থায়ী বা বিকল্প কোনো ব্যবস্থার মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (২৮ আক্টবর) দুপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন তিনি।

আইনুল ইসলাম বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি যে প্রার্থীদের ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেবে, আমরা সেইসব প্রার্থীর পাশে থাকব। তাদের পাশে থাকা মানেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাশে থাকা। এটাই আমাদের অঙ্গীকার।

তিনি আরও বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার ও তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতেই আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছি।

এতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহসমন্বয়ক ফরিদউদ্দিন ফরিদ, আমিমুজ্জামান আলিম, সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, জিয়াউর ইসলাম জিয়া, সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্স, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল কুমার সাধু।

Read Entire Article