ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে নদীগুলোর নাব্যতা পুনরুদ্ধারে উদ্যোগ নেবে।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণসমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাচ্চু বলেন, ভালুকার প্রধান দুই নদী খিরু ও সুতিয়া এখন শুধু নামেই নদী। সেখানে আর নৌকা চলে না। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে মানুষের দুর্ভোগ কমাতে এবং ভালুকার মানুষের কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনতে এই নদীগুলোর নাব্যতা পুনরুদ্ধারে উদ্যোগ নেবে।
তিনি বলেন, নাব্যতা ফিরলে লঞ্চ ও বড় কার্গো চলাচলের ব্যবস্থা হবে। এতে পণ্য পরিবহন ও যাতায়াত সহজ হবে, স্থলপথের যানজটও কমবে। আমরা সেগুলো পরিকল্পনায় রেখেছি। দল ক্ষমতায় আসলে সেগুলো কার্যকর ব্যবস্থা করব।
এ সময় কাচিনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হালিম মোল্লার সভাপতিত্বে এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সোহেল তালুকদারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ক্বারী, সাবেক সিনিয়র সহসভাপতি আনোয়ার উদ্দিন আহমেদ, ভালুকা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন প্রমুখ।

1 hour ago
6









English (US) ·