বিএনপি ক্ষমতায় গেলে ৪ কোটি মানুষ ফ্যামিলি কার্ড পাবে : বাবুল

ফরিদপুর-৪ (সদরপুর-ভাংগা-চরভদ্রাসন) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের ৪ কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।  তিনি বলেন, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশ থেকে দারিদ্র্য দূর করার কার্যকর উদ্যোগ নেওয়া হবে। রোববার (২৫ জানুয়ারি) রাত ৯টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফরের বাড়িতে আয়োজিত বিএনপির নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহিদুল ইসলাম খান বাবুল বলেন, এই নির্বাচন এমনি এমনি আসেনি। এই নির্বাচন আদায়ে অনেক রক্ত ঝরাতে হয়েছে। অনেক মানুষ গুম হয়ে গেছে। একইসঙ্গে যাদের সঙ্গে রাজনীতি করেছি, তাদের অনেকেই গুমের শিকার হয়েছেন। আল্লাহপাক আমাকে বাঁচিয়ে রেখেছেন আপনাদের সেবা করার জন্য, এই আপামর মানুষের সেবা করার জন্য। তিনি বলেন, আমি একজন সাধারণ কৃষক পরিবার থেকে জাতীয়তাবাদী চেতনায় লড়াই-সংগ্রাম করে বড় হয়েছি। ভোটের অধিকার আদায়ে আন্দোলন করেছি, গণতন্ত্রের জন্য রক্ত ঝরিয়েছি, জেল-জুলুম সহ্য করেছি। তবুও আদর্শ থেকে কখনো পিছপা হইনি। উঠান বৈঠকে য

বিএনপি ক্ষমতায় গেলে ৪ কোটি মানুষ ফ্যামিলি কার্ড পাবে : বাবুল
ফরিদপুর-৪ (সদরপুর-ভাংগা-চরভদ্রাসন) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের ৪ কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।  তিনি বলেন, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশ থেকে দারিদ্র্য দূর করার কার্যকর উদ্যোগ নেওয়া হবে। রোববার (২৫ জানুয়ারি) রাত ৯টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফরের বাড়িতে আয়োজিত বিএনপির নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহিদুল ইসলাম খান বাবুল বলেন, এই নির্বাচন এমনি এমনি আসেনি। এই নির্বাচন আদায়ে অনেক রক্ত ঝরাতে হয়েছে। অনেক মানুষ গুম হয়ে গেছে। একইসঙ্গে যাদের সঙ্গে রাজনীতি করেছি, তাদের অনেকেই গুমের শিকার হয়েছেন। আল্লাহপাক আমাকে বাঁচিয়ে রেখেছেন আপনাদের সেবা করার জন্য, এই আপামর মানুষের সেবা করার জন্য। তিনি বলেন, আমি একজন সাধারণ কৃষক পরিবার থেকে জাতীয়তাবাদী চেতনায় লড়াই-সংগ্রাম করে বড় হয়েছি। ভোটের অধিকার আদায়ে আন্দোলন করেছি, গণতন্ত্রের জন্য রক্ত ঝরিয়েছি, জেল-জুলুম সহ্য করেছি। তবুও আদর্শ থেকে কখনো পিছপা হইনি। উঠান বৈঠকে যুবদল নেতা বিল্লাল পেয়াদারের সঞ্চালনায় এবং অ্যাডভোকেট হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির, ঢাকা মহানগর উত্তর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জালালুদ্দিন রুমী, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়াও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সাবেক সভাপতি মোকলেসুর রহমান, যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতুব্বরসহ কয়েক হাজার বিএনপির নেতাকর্মী ও সাধারণ ভোটার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow