বিএনপি জনকল্যাণে কাজ করে যাবে : দুলু

2 months ago 36
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গতানুগতিক রাজনীতির বাইরে তারেক রহমানের ইতিবাচক ও পরিবর্তনের রাজনীতি জাতির সামনে নতুনভাবে আশার সঞ্চার করছে। সরকার বা বিরোধী দল যে অবস্থানেই থাকুক না কেন বিএনপি জনকল্যাণে কাজ করে যাবে। বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং আছে। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় মাধনগর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকার একটি বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে উল্লেখ করে দুলু বলেন, বিএনপি সরকারকে সমর্থন করছে। কিন্তু জনগণের দুঃখ দুর্দশার সময়ে সরকার যদি তাদের পাশে না দাঁড়াতে পারে, তাহলে জনগণের দুর্দশার শেষ থাকবে না। মাধনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান আনছারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজু ও সাইদুর রহমান বিটলের পরিচালনায় জনসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, নলডাঙ্গা থানা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদার ও সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, নলডাঙ্গা পৌর বিএনপির সভাপতি এম এ হাফিজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, বিএনপি নেতা মাকসুদুর রহমান সবিরসহ প্রমুখ।
Read Entire Article