এবার বিএনপি ও জামায়াতের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বললেন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
শনিবার (০৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি।
স্ট্যাটাসে রাব্বানী লেখেন, ‘তবে ছাত্রলীগের সাবেক সভাপতি-সেক্রেটারিগণ গড়ে ২/৩/৪টা রাজনৈতিক মামলা খেলেও আমার জন্য এখন পর্যন্ত ৩১টা বরাদ্দ হওয়ায়, এটুকু বোঝা যায়, বিএনপি-জামায়াত আমাকে তুলনামূলক বেশি ভালোবাসে!’
কালবেলার পাঠকদের জন্য গোলাম রাব্বানীর স্ট্যাটাসটি তুলে ধরা হলো-
‘হক কথা একটু টকই লাগবে। কঠিন সত্য হজম করা এবং তা মেনে নিয়ে নিজেদের সমস্যা, সংকট, ত্রুটিবিচ্যুতি সংশোধনের মানসিক দৃঢ়তা সম্পন্ন নেতৃত্ব প্রয়োজন।
দলের ভেতরে আবশ্যক পরিবর্তন ও তৃণমূল নেতাকর্মীদের প্রাপ্য নিয়ে উচিত কথা বললে দলেরই ‘সঠিক চিন্তা ও বিশ্লেষণ শক্তি হারানো’ ‘ঝাঁকের কৈ’ শ্রেণী থেকে বিভিন্ন ট্যাগ পাওয়া নতুন কিছু নয়!
তবে ছাত্রলীগের সাবেক সভাপতি-সেক্রেটারিগণ গড়ে ২/৩/৪টা রাজনৈতিক মামলা খেলেও আমার জন্য এখন পর্যন্ত ৩১টা বরাদ্দ হওয়ায়, এটুকু বোঝা যায়, বিএনপি-জামায়াত আমাকে তুলনামূলক বেশি ভালোবাসে!
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’