বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৩

ভোলায় বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৩ জন আহত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে উপজেলার টবগী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির দরজায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮ দিকে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই সংঘর্ষ বাঁধে। এতে বিএনপির ৫ ও জামায়াতের ৮ নেতাকর্মী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মো. আজম কালবেলাকে বলেন, জামায়াতের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে বিএনপির সমর্থকদের বাড়িতে এসে থ্রেট দিয়ে ভোট চাইলে সমথর্করা প্রতিবাদ জানালে তারা ঘর ভাংচুর করে। জামায়াত নেতা মাও. হালিম কালবেলাকে জানান, নির্বাচনকালীন সময় যে যার প্রচারণা চালাবে কিন্তু এখানে একের পর এক হামলা কোনভাবেই মেনে নিতে পারছি না। তিনি আরও বলেন, বিএনপি নিজেরা হামলা করে নিজেদের ঘর নিজেরা ভেঙ্গে নাটক সাজানোর পায়তারা চালাচ্ছে।  বোরহানউদ্দিন থানার ওসি রিপন কুমার সাহা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির শা

বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৩

ভোলায় বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৩ জন আহত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে উপজেলার টবগী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮ দিকে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই সংঘর্ষ বাঁধে। এতে বিএনপির ৫ ও জামায়াতের ৮ নেতাকর্মী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মো. আজম কালবেলাকে বলেন, জামায়াতের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে বিএনপির সমর্থকদের বাড়িতে এসে থ্রেট দিয়ে ভোট চাইলে সমথর্করা প্রতিবাদ জানালে তারা ঘর ভাংচুর করে।

জামায়াত নেতা মাও. হালিম কালবেলাকে জানান, নির্বাচনকালীন সময় যে যার প্রচারণা চালাবে কিন্তু এখানে একের পর এক হামলা কোনভাবেই মেনে নিতে পারছি না।

তিনি আরও বলেন, বিএনপি নিজেরা হামলা করে নিজেদের ঘর নিজেরা ভেঙ্গে নাটক সাজানোর পায়তারা চালাচ্ছে। 

বোরহানউদ্দিন থানার ওসি রিপন কুমার সাহা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির শান্ত করেছে। যদিও এ ঘটনায় এখন পর্যন্ত কারও পক্ষ থেকে কোন ধরনের লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow