বিএনপি থেকে আ.লীগে যোগ দেওয়া সেই একরামুজ্জামানের স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ. কে একরামুজ্জামান।  বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে এক ভিডিও বার্তায় নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।  ভিডিওতে তিনি বলেন, ২০০৪ সাল থেকে ২০ বছরের বেশি সময় বিএনপির রাজনীতি করেছেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করতে চেয়েছিলেন। কিন্তু তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তিনি প্রার্থিতা প্রত্যাহার করছেন। এ সময় যেকোনো পরিস্থিতিতে সবার পাশে যেন তিনি থাকতে পারেন, সেই দোয়া চান।  গত ২ জানুয়ারি যাচাই-বাছাই শেষে সৈয়দ একে একরামুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।   এক সময় একরামুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতি করতেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টাও ছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০২৪ সালে অনুষ্ঠিত আমি-ডামি নির্বাচনে কলার ছড়

বিএনপি থেকে আ.লীগে যোগ দেওয়া সেই একরামুজ্জামানের স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ. কে একরামুজ্জামান। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে এক ভিডিও বার্তায় নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। 

ভিডিওতে তিনি বলেন, ২০০৪ সাল থেকে ২০ বছরের বেশি সময় বিএনপির রাজনীতি করেছেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করতে চেয়েছিলেন।

কিন্তু তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তিনি প্রার্থিতা প্রত্যাহার করছেন। এ সময় যেকোনো পরিস্থিতিতে সবার পাশে যেন তিনি থাকতে পারেন, সেই দোয়া চান। 

গত ২ জানুয়ারি যাচাই-বাছাই শেষে সৈয়দ একে একরামুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।  

এক সময় একরামুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতি করতেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টাও ছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০২৪ সালে অনুষ্ঠিত আমি-ডামি নির্বাচনে কলার ছড়ি প্রতীকে লড়ে ৮৯ হাজার ৪২৪ ভোট পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছিলেন তিনি। যে কারণে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। একই বছর ১৩ ফেব্রুয়ারি তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন।
 
আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে দেওয়ার দাবি করেছেন সৈয়দ একে একরামুজ্জামান। তিনি জানান, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তিনি তার পদত্যাগের চিঠি জমা দিয়েছিলেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর তার বিরুদ্ধে সাতটি মামলা হয়, যেসব এখনও চলছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow