বিএনপি থেকে ‘সুখবর’ পেলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

বিএনপির সদস্যপদ ফিরে পেয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ। তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। বুধবার (২৬ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এর আগে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা করে। এর আগে, ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য পদ থেকে বহিষ্কার হন অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ। পরে ২০২৩ সালের ৬ মার্চ এ বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে বিএনপির ভারপ্রাপ্

বিএনপি থেকে ‘সুখবর’ পেলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল
বিএনপির সদস্যপদ ফিরে পেয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ। তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। বুধবার (২৬ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এর আগে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা করে। এর আগে, ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য পদ থেকে বহিষ্কার হন অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ। পরে ২০২৩ সালের ৬ মার্চ এ বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত আবেদন করেন এই বিএনপি নেতা। মূলত ওই আবেদন বিবেচনায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।  দলীয় সূত্র জানায়, অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ ময়মনসিংহ নগরীর চূড়খাই এলাকার বাসিন্দা। বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে একাধিক মামলা, হামলায় নির্যাতিত এই নেতা ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। এ বিষয়ে অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে প্রতি আমি শ্রদ্ধাশীল এবং অনুগত। আগামী দিনেও দলের যে কোনো কর্মকাণ্ড বাস্তবায়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আশা করছি, ময়মনসিংহ-৪ (সদর) আসনে দল আমাকে মূল্যায়ন করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow