‘বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে যেন আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে না আসে, সে জন্য এখনই একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে শেষ পর্যন্ত সবার পরিণতিই এক হয়। তিনি দাবি করেন, বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে এবং শহিদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে দলটি প্রতিশ্রুতিবদ্ধ। শুক্রবার (২৩ জানুয়ারি) চকরিয়া উপজেলার মানিকপুরে বেগম আয়েশা হক উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী। সমাবেশে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে সবাইকে স্বাধীন ও মুক্ত পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান। সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, একটি রাজনৈতিক শক্তি বিদেশিদের গোলামী করে বিভ্রান্তিকর রাজনীতি করছে। তিনি বলেন, বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি। যারা ভারতের পক্ষে রাজনীতি করে, তারা ভারতে পালিয়ে গেছে। আমরা বাংলাদেশের শক্তি, বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি। আমাদের স্

‘বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে যেন আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে না আসে, সে জন্য এখনই একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে শেষ পর্যন্ত সবার পরিণতিই এক হয়।

তিনি দাবি করেন, বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে এবং শহিদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে দলটি প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার (২৩ জানুয়ারি) চকরিয়া উপজেলার মানিকপুরে বেগম আয়েশা হক উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী। সমাবেশে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে সবাইকে স্বাধীন ও মুক্ত পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, একটি রাজনৈতিক শক্তি বিদেশিদের গোলামী করে বিভ্রান্তিকর রাজনীতি করছে। তিনি বলেন, বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি। যারা ভারতের পক্ষে রাজনীতি করে, তারা ভারতে পালিয়ে গেছে। আমরা বাংলাদেশের শক্তি, বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি। আমাদের স্লোগান- সবার আগে বাংলাদেশ।

এর আগে পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাট এলাকায় নির্বাচনী প্রচারণা চালান তিনি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দিনের প্রচারণার শুরুতে তিনি লবণশ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় করেন, কথা বলেন তাদের নানা সমস্যা নিয়ে এবং তাদের সঙ্গে ছবি তোলেন।

লবণচাষি ও শ্রমিকদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির আমলে আমরা লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করেছিলাম। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে আবারও ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, বর্তমানে অস্থায়ী সরকার ক্ষমতায় থাকলেও তাদের সঙ্গে কথা বলে আপাতত লবণ আমদানি বন্ধ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

নিজের প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট চেয়ে তিনি বলেন, বিএনপি ছাড়া কেউ জনগণের কল্যাণ নিশ্চিত করে না। ক্ষমতায় গেলে লবণচাষিদের স্বার্থে কাজ করা হবে। চাষিদের স্বার্থে, দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দিতে হবে।

উল্লেখ্য, কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদ ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল্লাহ আল ফারুক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছরওয়ার আলম কুতুবী।

জেলা নির্বাচন অফিসের সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, কক্সবাজার-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৮ হাজার ৬২০ জন।

উপজেলাভিত্তিক হিসাবে, চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় মোট ভোটার ৩ লাখ ৮৬ হাজার ৪৯০ জন। পেকুয়া উপজেলার ৭টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৪৬ হাজার ৫৯৯ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৭৫টি এবং ভোটকক্ষ (বুথ) ১ হাজার ৬টি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow