বিএনপি নেতা আজম খানকে শোকজ

2 hours ago 8

চাঁদপুরের নির্যাতিত নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজম খানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলের হাইকমান্ড। আগামী দুদিনের মধ্যে তাকে লিখিত জবাব কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়। 

রিজভীর নোটিশে বলা হয়েছে, আজম খান এলাকায় গাড়িবহর নিয়ে বিশাল শোভাযাত্রা করেছেন, যা সম্পূর্ণরূপে দলের সিদ্ধান্তের পরিপন্থি। এ কারণে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ জানিয়ে কেন্দ্রকে জবাব দিতে বলা হয়েছে। 

গত শনিবার সংক্ষিপ্ত সফরে আজম খান শতাধিক গাড়িসহ কয়েক হাজার নেতাকর্মী নিয়ে চাঁদপুরে আসেন এবং শহরের হাসান আলী মাঠে পথসভা করেন।

Read Entire Article