বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৬ এপ্রিল) রাতে নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রাত ৯টার দিকে তাকে নগরীর মুন হাসপাতালে নেওয়া হয়।
বিএনপি কুমিল্লা দক্ষিণ জেলার সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসীম বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু জানান, দলীয় কাজ শেষে ব্যক্তিগত গাড়ি যোগে ঢাকায় ফেরার পথে শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দেয়। তাই তাকে মুন হসপিটালের সিসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, কুমিল্লা মুন হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। রাতেই তাকে ঢাকায় নেওয়া হতে পারে।
এদিকে বিএনপি নেতা বুলুর অসুস্থতার খবর পেয়ে অন্যান্য দলীয় নেতাদের মধ্যে হাসপাতালে তাকে দেখতে যান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াসহ নেতৃবৃন্দ।