বিএনপি নেতাকে গুলি করে হত্যা, খুনিদের ধরতে সীমান্তে সতর্কতা

যশোরে বিএনপির নেতা হত্যাকারীদের সীমান্ত অতিক্রম ঠেকাতে চুয়াডাঙ্গা সীমান্তজুড়ে বিজিবির তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। শনিবার (০৩ জানুয়ারি) এ হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর থেকে বিজিবি সীমান্তে তৎপর রয়েছে। রোববার (০৪ জানুয়ারি) চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, শনিবার আনুমানিক সন্ধ্যা পৌনে ৭টার দিকে যশোরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (৫৫) নিহত হয়। এ হত্যাকাণ্ডের পরপরই বিজিবি দুষ্কৃতকারীদের আটকের জন্য চুয়াডাঙ্গা সীমান্তে তৎপরতা শুরু করেছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ প্রধান খুঁটি ৭৫/৩-এস হতে ১৩১/৮ আর পর্যন্ত প্রায় ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় ব্যাপক তল্লাশি ও নজরদারি কার্যক্রম চালাচ্ছে বিজিবি। সীমান্তের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী। অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন ও সীমান্তের প্রত্যেকটি স্থানে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট,

বিএনপি নেতাকে গুলি করে হত্যা, খুনিদের ধরতে সীমান্তে সতর্কতা

যশোরে বিএনপির নেতা হত্যাকারীদের সীমান্ত অতিক্রম ঠেকাতে চুয়াডাঙ্গা সীমান্তজুড়ে বিজিবির তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। শনিবার (০৩ জানুয়ারি) এ হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর থেকে বিজিবি সীমান্তে তৎপর রয়েছে।

রোববার (০৪ জানুয়ারি) চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে জানানো হয়, শনিবার আনুমানিক সন্ধ্যা পৌনে ৭টার দিকে যশোরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (৫৫) নিহত হয়। এ হত্যাকাণ্ডের পরপরই বিজিবি দুষ্কৃতকারীদের আটকের জন্য চুয়াডাঙ্গা সীমান্তে তৎপরতা শুরু করেছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ প্রধান খুঁটি ৭৫/৩-এস হতে ১৩১/৮ আর পর্যন্ত প্রায় ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় ব্যাপক তল্লাশি ও নজরদারি কার্যক্রম চালাচ্ছে বিজিবি। সীমান্তের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী। অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন ও সীমান্তের প্রত্যেকটি স্থানে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট, দর্শনা, সুলতানপুর, বারাদী, বড়বলদিয়া, ফুলবাড়ী, ঠাকুরপুর, মুন্সীপুর, হুদাপাড়া, জগন্নাথপুর, আনন্দবাস, মুজিবনগর, নাজিরাকোনা, দাড়িয়াপুর, বুড়িপোতা, বাজতিপুর, ঝাঁঝাডাঙ্গা, ইছাখালী, রুদ্রনগর ও শৈলমারী বিত্তপি এলাকাসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থানে অভিযান জোরদার করা হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow