বিএনপি নেতার বাসায় গুলি-ককটেল বিস্ফোরণ, আহত ৫

3 months ago 62

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারের বাসায় হামলা ঘটনা ঘটেছে। এসময় বাসার নিচে থাকা নেতাকর্মীদের মারধরের পাশাপাশি ককটেল ও গুলি বিস্ফোরণ করে দুর্বৃত্তরা।

সোমবার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের আরিফপুর বসুন্ধরা মোড় এলাকার বাসায় এ ঘটনা ঘটে। এতে বিএনপির অন্তত পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে এদিন রাতে মাসুদ খন্দকারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করতে আসেন কিছু নেতাকর্মী। হঠাৎ ৮-১০ টি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে বাসা ও নেতাকর্মীদের উদ্দেশ্যে অতর্কিত গুলি-ককটেল নিক্ষেপ করে। পরে দেশীয় অস্ত্র দ্বারা কয়েকজন নেতাকর্মীকে বেধড়ক মারপিটও করা হয়। এসময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এরপর ঘটনাস্থলে থাকা নেতাকর্মীরা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

jagonews24

হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে জানিয়ে অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, আমি তখন বাসার ভেতর ছিলাম। আমার সঙ্গে দেখা করতে আসা কিছু নেতাকর্মী বাসার নিচে অপেক্ষা করছিলেন। এর মাঝে হঠাৎ করে মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত বাড়ির সামনে এসে অতর্কিত গুলি ও ককটেল নিক্ষেপ করে। হকিস্টিক ও অন্যান্য লাঠিসোঁটা দিয়ে পেটানোর পাশাপাশি ছুরি-চাকুর আঘাতে আমার বেশকিছু নেতাকর্মী আহত হয়েছেন। বিএনপি নেতা হয়ে আমার নিরাপত্তা নেই। সাধারণ মানুষ এদের কাছে কীভাবে নিরাপদ? আমি এর সঠিক তদন্ত ও বিচার দাবি করছি।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কমিটি গঠন নিয়ে বিএনপির মধ্যে আভ্যন্তরীণ কোন্দল চলছিল। এর জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতরা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আলমগীর হোসাইন নাবিল/এমএন/জেআইএম

Read Entire Article