বিএনপি নেতার বিরুদ্ধে খাল থেকে পাথর উত্তোলনের অভিযোগ

1 day ago 4

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হায়দারের বিরুদ্ধে ভালুকিয়া খাল থেকে পাথর উত্তোলনের অভিযোগ উঠেছে। পাথর উত্তোলনের কথা তিনি নিজেও স্বীকার করেছেন।

স্থানীয়রা জানান, ঘুমধুম ইউপির ৯ নম্বর ওয়ার্ড এলাকার ভালুকিয়া খাল থেকে প্রায় কয়েক সপ্তাহ ধরে খালের দুই কিলোমিটার এলাকাজুড়ে বিএনপি নেতা হায়দারের নেতৃত্বে ৩০-৪০ জন শ্রমিক প্রকাশ্যে পাথর উত্তোলন করছেন। এসব পাথর কেএইচবি নামে তার ইটভাটার মাঠে জমা করছেন। পরে রাতে ট্রাকে পাথর পার্শ্ববর্তী উখিয়া ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় পাচার হচ্ছে। পাথর উত্তোলনের ফলে খালটির পানি শুকিয়ে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা।

পাথর উত্তোলনের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হায়দার মোবাইলে বলেন, ব্যবসায়িক উদ্দেশ্যে নয় নিজের বাড়ি বানানোর জন্য দু-তিন ট্রাক পাথর উত্তোলন করছি। নিজের ইটভাটার জায়গায় স্তূপ করে রাখা হয়েছে।

পাথর উত্তোলনের জন্য প্রশাসন থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি বলে জানান তিনি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, ভালুকিয়া খাল থেকে পাথর উত্তোলনের বিষয়ে তথ্য নেই। তবে খোঁজ নিয়ে পাথর উত্তোলনের প্রমাণ পেলে অভিযান চালিয়ে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, পাথর উত্তোলনের বিষয়ে শুনেছি। সংশ্লিষ্ট এলাকায় সরেজমিনে পরিদর্শনে গিয়ে প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নয়ন চক্রবর্তী/জেডএইচ/জেআইএম

Read Entire Article