বিএনপি নেতার মৃত্যুতে কায়কোবাদের শোক

2 months ago 31
মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মামুনুর রশীদ ভুঁইয়ার (৬২) মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ গভীর শোক প্রকাশ করেছেন। শুক্রবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুনুর রশীদ ভুঁইয়া ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেনা জ্ঞাপন করে কায়কোবাদ বলেন, মহান আল্লাহ যেন মরহুমকে ক্ষমা করে বেহেশত নসিব করেন এবং শোকার্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দেন। এ ছাড়াও মুরাদনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি শোক প্রকাশ করা হয়েছে। মামুনুর রশীদ ভুঁইয়া বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতাজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (১৬ নভেম্বর) বাদ আসর চাপিতলা হাইস্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।
Read Entire Article