বিএনপি নেতার সঙ্গে একই অনুষ্ঠানে উপস্থিত ‘পলাতক’ শ্রমিকলীগ নেতা

2 hours ago 4

জাতীয়তাবাদী শ্রমিকদলের সমন্বয়ক ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের উপস্থিতিতে অনুষ্ঠান সঞ্চালনা করেছেন ছাত্র আন্দোলনে হামলা ও মামলার আসামি ফরিদপুর জেলা শ্রমিকলীগের সভাপতি গোলাম নাছির। অনুষ্ঠানে তার বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউটে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান। গোলাম নাছির ছাড়াও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর জেলা শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি মো. জুবায়ের জাকির।

জানা গেছে, ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ফরিদপুর জেলার সবচেয়ে আলোচিত ব্যক্তি এই গোলাম নাছির। তিনি ছাত্র জনতার আন্দোলনে সরাসরি তার বাহিনী নিয়ে হামলায় অংশ নেন। তিনি ঢাকা ও ফরিদপুরে কমপক্ষে ৫টি মামলার আসামি। বর্তমানে তিনি পলাতক। তবে পুলিশ খুঁজে না পেলেও, এমন একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে দেখে হতবাক ফরিদপুরের মানুষ ও ছাত্র সমাজ।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফরিদপুরের অন্যতম সমন্বয়ক আবরাম নাদিম ইতু বলেন, এই গোলাম নাছির তার সহযোগীদের নিয়ে আন্দোলনকারী ছাত্র জনতার ওপর অস্ত্র নিয়ে প্রকাশ্যে হামলা চালিয়েছিলেন। আমরা এই নাছির ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।

ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে অতিথিদের সামনে ফরিদপুর মোটর ওয়ার্কাস ইউনিয়নের পক্ষে বহিষ্কৃত এই নেতা বক্তব্য রাখছেন। এসময় তার পাশে দাঁড়িয়ে ছিলেন ফরিদপুর মোটর ওয়ার্কাস ইউনিয়নের বহিষ্কৃত সভাপতি ও অনুষ্ঠানের সঞ্চালক জুবায়ের জাকির। বক্তব্যের শুরুতে নাছির মঞ্চে উপস্থিত প্রধান অতিথি, সভাপতি ও ফেডারেশনের সাধারণ সম্পাদকের পরিচয় দেন।

গোলাম নাসির তার বক্তব্যে বলেন, আমি ২২ বছর ফরিদপুর মোটর ওয়ার্কাস ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। এই সময় বাংলাদেশ শ্রমিক ফেডারেশন যখন যে আন্দোলনের ডাক দিয়েছে আমরা সঙ্গে থেকেছি। বিগত দিনেও আমরা শ্রমিক ফেডারেশনের সঙ্গে কাজ করেছি, আগামীতেও করবো।

এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ভিডিওটি দেখেছি। গোলাম নাছিরকে আটক করতে পুলিশ তৎপর রয়েছে।

এন কে বি নয়ন/এফএ/জেআইএম

Read Entire Article