বিএনপি নেতার সঙ্গে থানায় গিয়ে গ্রেপ্তার হয়েছেন এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জামালপুরের মাদারগঞ্জ মডেল থানায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম মো. রমিজ। তিনি উপজেলার ৫ নম্বর জোড়খালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং স্থানীয় কলাদহ মির্জা মোস্তফা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। বিএনপি নেতার নাম আলমগীর কবির। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জোড়খালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন বলেন, রাতে এক বিএনপি নেতার সঙ্গে ওই স্বেচ্ছাসেবক লীগ নেতা থানায় আসেন। পরে আমরা জানতে পারি তিনি নাশকতার মামলার অজ্ঞাত আসামি। পরে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জামালপুর আদালতে পাঠানো হবে।
এদিকে বিএনপি নেতার সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ নেতার থানায় আসা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন নেতা জানান, একজন বিএনপি নেতা কীভাবে গণহত্যাকারী দলের নেতাকে থানায় নিয়ে আসে। বিষয়টি আমরা মানতে পারছি না। অভিযুক্ত বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।
এ বিষয়ে বিএনপি নেতার বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি রিসিভ হয়নি।