বিএনপি নেত্রী গ্রেফতারে এলাকায় মিষ্টি বিতরণ

2 months ago 5

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী শাহনাজ খাতুনকে গ্রেফতারের খবরে এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে।

রোববার (২৯ জুন) বিকেলে উপজেলার ফুটানিবাজার এলাকায় এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।

এর আগে শনিবার (২৮ জুন) রাত ৮টার দিকে উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে শাহনাজ খাতুনকে গ্রেফতার করে পুলিশ।

শাহনাজ ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

বিএনপি নেত্রী গ্রেফতারে এলাকায় মিষ্টি বিতরণ

স্থানীয় বাসিন্দা আরাফুল বেগম বলেন, ‘শাহনাজ ভাইস চেয়ারম্যান থাকাকালে মানুষকে অনেক নির্যাতন করেছেন। তাকে পুলিশ গ্রেফতার করেছে। এতে আমরা খুশি হয়েছি। আমরা ভোলাহাট থানা পুলিশকে ধন্যবাদ জানাই।’

তবে শাহনাজের ভাই শাহ কবির বলেন, ‘আমার বোন নির্দোষ। একটি পক্ষ আমার বোনকে ফাসিয়েছে। তারাই এসব মিষ্টি বিতরণ করছে। এর তীব্র নিন্দা জানাই।’

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি নেত্রী গ্রেফতারে এলাকায় মিষ্টি বিতরণ

তিনি জানান, গত ২৩ জুন ভোলাহাটে পারিবারিক কলহের জেরে স্বামীর গায়ে গরম ডাল ঢেলে দেন তাজকেরা খাতুন নামের এক নারী। এতে ওই ব্যক্তির শরীর ঝলসে যায়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ(রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা করেন আহত ব্যক্তির ভাই।

ওসি আরও বলেন, এই হত্যাচেষ্টা মামলায় উসকানিদাতা হিসেবে বিএনপি নেত্রী শাহানাজ খাতুনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোহান মাহমুদ/এসআর/এমএস

Read Entire Article