বিএনপি নেত্রীর নির্দেশে স্কুল মাঠে পশুর হাট

2 months ago 48

কুড়িগ্রামে জেয়ারা খাতুন রুজি নামের এক বিএনপি নেত্রীর নির্দেশে নিয়মনীতির তোয়াক্কা না করেই চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে পশুর হাট বসানো হয়েছে। তবে প্রশাসন বলছে, কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি।  

বিএনপি নেত্রীর নাম জেয়ারা খাতুন রুজি। তিনি চিলমারী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক। রাজনীতির পাশাপাশি তিনি একটি সরকারি স্কুলে শিক্ষকতাও করছেন বলে জানা গেছে। 

বুধবার (২৮ মে) দুপুরে চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, স্কুলের প্রধান ফটকে গেট সাজানো হয়েছে। এরপর মাঠের একপাশে পশু বেঁধে রাখার জন্য খুঁটি বসানো হয়েছে। 

জানা গেছে, প্রতি বছর নিয়মনীতি তোয়াক্কা না করেই সরকারি কলেজ মাঠে পশুর হাট বসানো হতো। তবে এবার কলেজ মাঠে হাট না বসলেও ইজারাদার হাট বসিয়েছেন চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে। 

বিএনপি নেত্রী জেয়ারা খাতুন রুজি বলেন, সাক্ষাতে কথা বলতে হবে রাফি সাহেব; না বললে বুঝবেন না। অনুমতির বিষয় জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান এ নেত্রী।

চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু বলেন, আমি হাট বসানোর অনুমতি দেইনি। এ বিষয়ে ইউএনওর কাছে গেলে তিনি হ্যাঁ ও না কিছুই বলেন নাই।

চিলমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, পশুর হাট বসানোর জন্য কোনো ধরনের আবেদন পাইনি এবং হাট বসানোর অনুমতিও দেওয়া হয়নি।

Read Entire Article