বিএনপি নেত্রীসহ দুজনের মনোনয়ন বাতিল

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেওয়া পাঁচ নারী প্রার্থীর মধ্যে তিনজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাচ্ছেন। যাচাই-বাছাই শেষে দুই স্বতন্ত্র নারী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাকিলা ফারজানা এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আক্তার। অন্যদিকে দলীয় মনোনয়নে অংশ নেওয়া তিনজন নারী প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী-খুলশী) আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) থেকে মনোনয়ন পেয়েছেন আসমা আক্তার। একই আসনে ইনসানিয়াত বিপ্লব দলের প্রার্থী সাবিনা খাতুনও বৈধতা পেয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম–১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী দীপা মজুমদারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামের ১৫টি উপজেলা ও ৩৪টি থানা এলাকা নিয়ে মোট ১৬টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে নগরে ৪টি, উত্তরে ৭টি এবং দক্ষিণে ৫টি আসন। এই ১৬টি আসনের ৫টিতে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন ক

বিএনপি নেত্রীসহ দুজনের মনোনয়ন বাতিল

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেওয়া পাঁচ নারী প্রার্থীর মধ্যে তিনজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাচ্ছেন। যাচাই-বাছাই শেষে দুই স্বতন্ত্র নারী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাকিলা ফারজানা এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আক্তার।

অন্যদিকে দলীয় মনোনয়নে অংশ নেওয়া তিনজন নারী প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী-খুলশী) আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) থেকে মনোনয়ন পেয়েছেন আসমা আক্তার। একই আসনে ইনসানিয়াত বিপ্লব দলের প্রার্থী সাবিনা খাতুনও বৈধতা পেয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম–১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী দীপা মজুমদারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রামের ১৫টি উপজেলা ও ৩৪টি থানা এলাকা নিয়ে মোট ১৬টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে নগরে ৪টি, উত্তরে ৭টি এবং দক্ষিণে ৫টি আসন। এই ১৬টি আসনের ৫টিতে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, ১০টিতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও ১টিতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী। তাদের পাশাপাশি অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরদিন ২১ জানুয়ারি। ২২ জানুয়ারি প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow