ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও দলের ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, আমরা প্রতিশোধপরায়ণ নই। বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময় আমাদের ঘরে থাকতে দেওয়া হয়নি।
তিনি বলেন, মিথ্যা মামলা দিয়েছে, জুলুম-নির্যাতন করেছে। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা কারো বাড়িঘর ভাঙচুর করিনি, কারো ওপর অত্যাচার-নির্যাতন করিনি। বিএনপি প্রতিহিংসা-প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যার পর রাজধানীর উত্তরখানের কাঁচকুড়া বাজার এলাকায় স্থানীয় বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে কফিল উদ্দিন বলেন, আমি এমপি হলে এলাকার সকল উন্নয়নমূলক কাজ করব। জনগণকে সঙ্গে নিয়ে এলাকাবাসীর কল্যাণে কাজ করে যাব। রাস্তা-ঘাট সংস্কার থেকে শুরু করে কর্মসংস্থান— প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন হবে।
উঠান বৈঠকটিতে সভাপতিত্ব করেন স্থানীয় জনপ্রতিনিধি আয়নাল মেম্বার।

3 hours ago
7









English (US) ·