বিএনপি প্রার্থীর বহরে থাকা গাড়িতে আগুন, দগ্ধ ৪

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপি প্রার্থীর বহরে থাকা একটি চলন্ত প্রাইভেটকারে হঠাৎ করে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় ৪ জন দগ্ধ হয়েছেন।  বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে নরসিংদীর শেখেরচর বাসস্ট্যান্ড এলাকায় হোটেল এক্স-এর সামনে এ দুর্ঘটনা ঘটে।  পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রামের নারকেলতলা এলাকায় শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে বিভিন্ন পেশাজীবী লোকজনের সঙ্গে এক জনসভায় অংশগ্রহণের কথা ছিল নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালীর। সে জনসভায় অংশগ্রহণ করতে তিনি নেতাকর্মীদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। চট্টগ্রামে যাবার সময় বিকেল ৪টার দিকে তাদের বহনকারী গাড়িবহরগুলো মাধবদী এলাকার দিকে যাচ্ছিল। গাড়িগুলো শেখেরচর বাসস্ট্যান্ড এলাকায় ‘হোটেল এক্স’-এর সামনে গেলে হঠাৎ বহরের একটি চলন্ত গাড়িতে আগুন লেগে যায়। পরে দ্রুত গাড়িতে থাকা চারজন নামতে সক্ষম হলেও গাড়িতে থাকা সাইফুল ইসলাম শান্তি, ফরহাদ আহমদ হিলালী, রফিকুল ইসলাম ও মিজানুর রহমান অগ্নিদগ্ধ হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় জাতীয় বা

বিএনপি প্রার্থীর বহরে থাকা গাড়িতে আগুন, দগ্ধ ৪

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপি প্রার্থীর বহরে থাকা একটি চলন্ত প্রাইভেটকারে হঠাৎ করে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় ৪ জন দগ্ধ হয়েছেন। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে নরসিংদীর শেখেরচর বাসস্ট্যান্ড এলাকায় হোটেল এক্স-এর সামনে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রামের নারকেলতলা এলাকায় শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে বিভিন্ন পেশাজীবী লোকজনের সঙ্গে এক জনসভায় অংশগ্রহণের কথা ছিল নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালীর। সে জনসভায় অংশগ্রহণ করতে তিনি নেতাকর্মীদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। চট্টগ্রামে যাবার সময় বিকেল ৪টার দিকে তাদের বহনকারী গাড়িবহরগুলো মাধবদী এলাকার দিকে যাচ্ছিল। গাড়িগুলো শেখেরচর বাসস্ট্যান্ড এলাকায় ‘হোটেল এক্স’-এর সামনে গেলে হঠাৎ বহরের একটি চলন্ত গাড়িতে আগুন লেগে যায়। পরে দ্রুত গাড়িতে থাকা চারজন নামতে সক্ষম হলেও গাড়িতে থাকা সাইফুল ইসলাম শান্তি, ফরহাদ আহমদ হিলালী, রফিকুল ইসলাম ও মিজানুর রহমান অগ্নিদগ্ধ হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করে। পরে মাধবদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

মাধবদী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. রায়হান বলেন, বিকালে মহাসড়কে একটি প্রাইভেটকারে আগুন জ্বলছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এসময় আগুনে ৪ জন দগ্ধ হয়ে হয়েছে। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়। আগুনে গাড়িটি পুরোপুরি পুড়ে যায়। 

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, চট্টগ্রামে আমার একটি নির্বাচনী সভায় অংশ নিতে নেতাকর্মীদের নিয়ে যাচ্ছিলাম। পথে বহরের একটি প্রাইভেটকার হিট হয়ে আগুন লেগে যায়। এসময় গাড়িতে থাকা চারজন দগ্ধ হয় ও গাড়িটি পুড়ে যায়। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, সবার অবস্থা স্থিতিশীল রয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করানোর পর সভায় অংশগ্রহণ করার জন্য বর্তমানে আমি চট্টগ্রামে পৌঁছেছি।

এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে দগ্ধরা ঢাকায় চিকিৎসাধীন। পরে থানায় এসে জিডি করবেন বলে জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow