বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) চিফ অব পার্টি ক্যাথেরিন সিছিল। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাতের সময় বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষে প্রিন্সিপাল ডিরেক্টর ড. মো. আব্দুল আলিম এবং ডিপুটি চিফ অব পার্টি আমিনুল এহসান উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের বিকাশ এবং রাজনৈতিক দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
কেএইচ/এমএমকে/জিকেএস