বিএনপি সরকার গঠন করলে স্বনির্ভর দেশ গড়বে : গয়েশ্বর চন্দ্র

6 hours ago 4
বিএনপি আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে স্বনির্ভর দেশ গড়বে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান তিনি। সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে জিয়ার সমাধিতে এই শ্রদ্ধা জানান গয়েশ্বর রায়।  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, ছাত্র সমাজ সচেতন রয়েছে। এই সচেতন ছাত্রগোষ্ঠী তাদের প্রতিনিধি নির্বাচনে যে রায় দেন, সেটাকে আমরা স্বাগত জানাই। ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান গয়েশ্বর। ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রুনা লায়লা রুনা এবং সাধারণ সম্পাদক রোকেয়া সুলতানা তামান্নার নেতৃত্বে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।  কর্মসূচিতে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা নিলোফার চৌধুরী মনি, নাজমুন নাহার বেবী, মহিলা দলের সাবেক সভাপতি নূরে আরা সাফা, বর্তমান সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, মহানগর দক্ষিণের সভাপতি রুমা আক্তার, সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিসসহ সংগঠনের কেন্দ্রীয় এবং মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Read Entire Article