বিএনপি হারলে তারেক রহমানের সিদ্ধান্তও পরাজিত হবে: রাশেদ খান

ঝিনাইদহ-৪ আসনে বিএনপি হারলে দলের চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক সিদ্ধান্তও পরাজিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।  শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জ শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী প্রচার সভায় এসব কথা বলেন তিনি। রাশেদ খান বলেন, মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আজ আমরা একটি ঐক্যবদ্ধ বিএনপি দেখতে পাচ্ছি। আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি আজ ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্য শুধু নির্বাচনের সময় নয়, সবসময় ধরে রাখতে হবে। তিনি আরও বলেন, গ্রুপিংয়ের রাজনীতি করে দল কখনো লাভবান হয় না। দলের ভেতরে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু প্রতিহিংসার রাজনীতি চলতে পারে না। নেতাকর্মীদের তিনি বলেন, ঝিনাইদহ-৪ আসনে আপনাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। বিএনপিকে পরাজিত করতে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। এই চক্রান্ত মোকাবিলার দায়িত্ব আপনাদেরই নিতে হবে। তারেক রহমানের সিদ্ধান্তকে অমান্য করে যারা বিদ্রোহ করছে, তাদের কি আপনারা বিজয়ী হতে দেবেন; সেই সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে। সভায় আগামী ২৬ জানুয়ারি কালীগঞ্জ শহরের সরকারি নলডাঙ্গা

বিএনপি হারলে তারেক রহমানের সিদ্ধান্তও পরাজিত হবে: রাশেদ খান

ঝিনাইদহ-৪ আসনে বিএনপি হারলে দলের চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক সিদ্ধান্তও পরাজিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। 

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জ শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী প্রচার সভায় এসব কথা বলেন তিনি।

রাশেদ খান বলেন, মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আজ আমরা একটি ঐক্যবদ্ধ বিএনপি দেখতে পাচ্ছি। আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি আজ ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্য শুধু নির্বাচনের সময় নয়, সবসময় ধরে রাখতে হবে।

তিনি আরও বলেন, গ্রুপিংয়ের রাজনীতি করে দল কখনো লাভবান হয় না। দলের ভেতরে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু প্রতিহিংসার রাজনীতি চলতে পারে না।

নেতাকর্মীদের তিনি বলেন, ঝিনাইদহ-৪ আসনে আপনাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। বিএনপিকে পরাজিত করতে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। এই চক্রান্ত মোকাবিলার দায়িত্ব আপনাদেরই নিতে হবে। তারেক রহমানের সিদ্ধান্তকে অমান্য করে যারা বিদ্রোহ করছে, তাদের কি আপনারা বিজয়ী হতে দেবেন; সেই সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে।

সভায় আগামী ২৬ জানুয়ারি কালীগঞ্জ শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে একটি বড় নির্বাচনী জনসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আতিয়ার রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow