বিএনপিকে পত্রপল্লবে সজ্জিত করেছেন বেগম খালেদা জিয়া : কায়সার কামাল

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দূর্গাপুর) আসনে দলের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি সৃষ্টি করেছিলেন, আর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দলকে পত্রপল্লবে সাজিয়ে সজ্জিত করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে রেখে গেছেন। তিনিও সেই আদর্শ ধারণ করে দেশ পরিচালনার মাধ্যমে মানুষের ভালবাসার প্রতিদান দেবেন।  মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের মাঠে দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। কায়সার কামাল বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি বাংলাদেশের নেত্রী হয়ে উঠেছিলেন। উনার আত্মার মাগফিরাত কামনায় দল-মত নির্বিশেষে সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন।  নেত্রকোনায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের ঢল নেমেছে দোয়া মাহফিলে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যারিস্টার কায়সার কামাল। অনু

বিএনপিকে পত্রপল্লবে সজ্জিত করেছেন বেগম খালেদা জিয়া : কায়সার কামাল

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দূর্গাপুর) আসনে দলের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি সৃষ্টি করেছিলেন, আর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দলকে পত্রপল্লবে সাজিয়ে সজ্জিত করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে রেখে গেছেন। তিনিও সেই আদর্শ ধারণ করে দেশ পরিচালনার মাধ্যমে মানুষের ভালবাসার প্রতিদান দেবেন। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের মাঠে দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

কায়সার কামাল বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি বাংলাদেশের নেত্রী হয়ে উঠেছিলেন। উনার আত্মার মাগফিরাত কামনায় দল-মত নির্বিশেষে সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন। 

নেত্রকোনায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের ঢল নেমেছে দোয়া মাহফিলে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যারিস্টার কায়সার কামাল। অনুষ্ঠানে দোয়া পড়েন মাওলানা জিয়াউদ্দিন। 

এছাড়াও সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খালীদ সাইফুল্লাহ মুন্না, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, কাকৈরগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নিশাত ভূঁইয়া, যুবদলের সভাপতি মাহফুজ, সাধারণ সম্পাদক পিন্টুসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow