বিএনপিকে রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র চলছে : রিজভী

1 hour ago 5

ওয়ান-ইলেভেনের সময়ের মতো বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। অনুষ্ঠানে রিজভীর হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ।

রিজভী বলেন, ৫ আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অপপ্রচার চালানো হচ্ছে। যে সময় আমরা সাংগঠনিক কার্যক্রম চালাবো, ঠিক সে সময় সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপিকে টার্গেট করে বসল। একে আমরা ওয়ান-ইলেভেনের তত্ত্বের সঙ্গে মেলাতে পারি।

তিনি আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থেমে নেই। শারদীয় দুর্গাপূজা ঘিরে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা হতে পারে। এ সময় নির্বিঘ্নে পূজা সম্পন্ন এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার জন্য দলীয় নেতাকর্মীদের পূজামণ্ডপে প্রহরীর ভূমিকায় লাগাতার অবস্থানের নির্দেশ দেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

রিজভী অভিযোগ করে বলেন, ছাত্রদলের সাথে সম্পৃক্ততার অভিযোগে যোগ্য ও বঞ্চিত কর্মকর্তাদের প্রশাসনে গুরুত্বহীন করে রাখা হয়েছে। ডিসি-এসপি বানানো হচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থিতদের। এ সময় সিনিয়র সচিব মোখলেস উর রহমানের ভূমিকারও সমালোচনা করেন তিনি।

এ সময় মাসুদুজ্জামান মাসুদের বিএনপিতে যোগদানকে স্বাগত জানান রুহুল কবির রিজভী। মাসুদুজ্জামান মাসুদ তার বক্তব্যে বিএনপিতে যোগদানের মাধ্যমে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনগণের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু প্রমুখ।

দলীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাসুদুজ্জামান মাসুদকে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে মনোনয়ন দিতে পারে বিএনপি। এ কারণে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করলেন তিনি। একাদশ সংসদ নির্বাচনে এ আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নাগরিক ঐক্যের এস এম আকরাম ধানের শীষ প্রতীক দিয়ে ভোট করেন।

Read Entire Article