ভোলা-৪ (মনপুরা-চরফ্যাসন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপির কাছে শুধু কর্মীরা নয়, দলমত নির্বিশেষে সবাই নিরাপদ। তবে কোনো চাঁদাবাজ, জুলুমবাজদের স্থান বিএনপিতে নেই।
শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টায় মনপুরার হাজির হাটে বিএনপি আয়োজিত এক গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা তুলে ধরে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাওয়ার জন্য অনুরোধ করেন। পরে তিনি, ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলে মিশে, ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক— বলে স্লোগান দেন।
এ সময় তিনি আবেগ আপ্লূত হয়ে এই মাটির সন্তান হিসেবে সবার কাছে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান।
এ সময় উপস্থিত সবাই তার সঙ্গে স্লোগান দেন উপজেলা বিএনপির সহসভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল সভাপতি ছালাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মন্নান হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাবেক যুবদল সভাপতি রাজিব চৌধুরী প্রমুখ।

2 hours ago
6








English (US) ·