বিএনপিতে যোগ দিল চার শহীদ পরিবার

চব্বিশের গণঅভ্যুত্থানে ময়মনসিংহের ধোবাউড়ায় শহীদ পরিবারের সদস্যরা আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে সমর্থন জানিয়ে বিএনপিতে যোগদান করেছেন।  সোমবার (২৪ নভেম্বর) সকালে জেলা পরিষদ ডাক-বাংলো কনফারেন্স হলে শহীদ পরিবারের সদস্যদের বিএনপিতে যোগদান উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।  বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শহীদ পরিবারের সদস্যরা হলেন— চব্বিশের জুলাইয়ে ঢাকায় মহাখালীতে পুলিশের গুলিতে নিহত ঘোষগাঁও ইউনিয়নের জরীপাপাড়া নিবাসী শহীদ শাহজাহানের মা সাজেদা বেগম, ৫ আগস্ট ঢাকার বাড্ডায় পুলিশের গুলিতে নিহত শহীদ সোহেল মিয়ার বাবা আবদুল হাকিম, ঢাকার আজমপুরে পুলিশের গুলিতে শহীদ মাজেদুল ইসলামের বাবা আবদুল মান্নান, ভাই জালাল উদ্দিন এবং ঢাকার সাভারে পুলিশের গুলিতে শহীদ মওলানা সাদেকুর রহমানের ভাই হাফেজ মওলানা সাদ্দম হোসেন।  উপজেলা বিএনপির নেতারা তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় এমরান সালেহ প্রিন্স শহীদ পরিবারের সদস্যদের বিএনপিতে স্বাগত জানিয়ে বলেন, বিএনপিতে তাদের যোগদান গণতান্ত্রিক অভিযাত্রার জন্য ঐতিহ

বিএনপিতে যোগ দিল চার শহীদ পরিবার

চব্বিশের গণঅভ্যুত্থানে ময়মনসিংহের ধোবাউড়ায় শহীদ পরিবারের সদস্যরা আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে সমর্থন জানিয়ে বিএনপিতে যোগদান করেছেন। 

সোমবার (২৪ নভেম্বর) সকালে জেলা পরিষদ ডাক-বাংলো কনফারেন্স হলে শহীদ পরিবারের সদস্যদের বিএনপিতে যোগদান উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শহীদ পরিবারের সদস্যরা হলেন— চব্বিশের জুলাইয়ে ঢাকায় মহাখালীতে পুলিশের গুলিতে নিহত ঘোষগাঁও ইউনিয়নের জরীপাপাড়া নিবাসী শহীদ শাহজাহানের মা সাজেদা বেগম, ৫ আগস্ট ঢাকার বাড্ডায় পুলিশের গুলিতে নিহত শহীদ সোহেল মিয়ার বাবা আবদুল হাকিম, ঢাকার আজমপুরে পুলিশের গুলিতে শহীদ মাজেদুল ইসলামের বাবা আবদুল মান্নান, ভাই জালাল উদ্দিন এবং ঢাকার সাভারে পুলিশের গুলিতে শহীদ মওলানা সাদেকুর রহমানের ভাই হাফেজ মওলানা সাদ্দম হোসেন। 

উপজেলা বিএনপির নেতারা তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় এমরান সালেহ প্রিন্স শহীদ পরিবারের সদস্যদের বিএনপিতে স্বাগত জানিয়ে বলেন, বিএনপিতে তাদের যোগদান গণতান্ত্রিক অভিযাত্রার জন্য ঐতিহাসিক ও প্রেরণাদায়ক। বিএনপি গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে এবং বিএনপির পক্ষেই এ চেতনা বাস্তবায়ন সম্ভব। সেজন্যই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা বিএনপির পক্ষে অবস্থান ঘোষণা করছেন।

প্রিন্স আরও বলেন, সারা দেশে পরিবর্তনের যে ঢেউ সৃষ্টি হয়েছে, তা কোনো শক্তিই থামাতে পারবে না। বিএনপি এমন একটি রাষ্ট্র গড়তে চায়, যেখানে আইনের শাসন থাকবে, ভোটাধিকার সুরক্ষিত ও কথা বলার স্বাধীনতা থাকবে এবং গণতন্ত্রের জন্য আর কাউকে রক্ত দিতে হবে না।

ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, যুগ্ম আহ্বায়ক আবদুল কুদ্দুস, জেলা যুবদলের সহসভাপতি আবুল কাশেম ডলার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মণ্ডল, যুবদল নেতা ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন এবং মৎস্যজীবী দলের সদস্য সচিব শামীম হোসেন উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow