বিএনপিতে যোগ দিলেন কৃষক লীগের সাবেক ২ নেতা

জামালপুরের মাদারগঞ্জে কৃষক লীগের ২ নেতা বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে বালিজুড়ী এফ এম হাই স্কুল মোড়ে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুলের কাছে তারা যোগদান করেন৷  যোগদানকৃতরা হলেন—মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ও ৫ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাবেক সভাপতি আবুল হোসেন ওরফে ভিক্কু এবং একই এলাকার বাসিন্দা ও পৌর কৃষক লীগের সদস্য মোশারফ হোসেন৷  এ সময় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।  কাদের খান বলেন, আবুল হোসেন ওরফে ভিক্কু ও মোশারফ হোসেন ছেলেবেলা থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল। ৯০ দশক থেকে তারা বিএনপি করে৷ দলের বিভিন্ন দায়িত্ব তারা পালন করেছে৷ কয়েক বছর আগে তারা আওয়ামী লীগে ভেড়ে। ঘরের ছেলে ঘরে ফেরায় আমরা তাদের স্বাগত জানিয়েছি।  ভিক্কু বলেন, আমি ১৯৮৬ সাল থেকে বিএনপি করি। বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলাম। মাদারগঞ্জ পৌর বিএনপির সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ব্যবসায়িক চাপে ২০১৮ সালে বিএনপি ছাড়তে হয়েছিল; কিন্ত

বিএনপিতে যোগ দিলেন কৃষক লীগের সাবেক ২ নেতা

জামালপুরের মাদারগঞ্জে কৃষক লীগের ২ নেতা বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে বালিজুড়ী এফ এম হাই স্কুল মোড়ে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুলের কাছে তারা যোগদান করেন৷ 

যোগদানকৃতরা হলেন—মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ও ৫ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাবেক সভাপতি আবুল হোসেন ওরফে ভিক্কু এবং একই এলাকার বাসিন্দা ও পৌর কৃষক লীগের সদস্য মোশারফ হোসেন৷ 

এ সময় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। 

কাদের খান বলেন, আবুল হোসেন ওরফে ভিক্কু ও মোশারফ হোসেন ছেলেবেলা থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল। ৯০ দশক থেকে তারা বিএনপি করে৷ দলের বিভিন্ন দায়িত্ব তারা পালন করেছে৷ কয়েক বছর আগে তারা আওয়ামী লীগে ভেড়ে। ঘরের ছেলে ঘরে ফেরায় আমরা তাদের স্বাগত জানিয়েছি। 

ভিক্কু বলেন, আমি ১৯৮৬ সাল থেকে বিএনপি করি। বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলাম। মাদারগঞ্জ পৌর বিএনপির সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ব্যবসায়িক চাপে ২০১৮ সালে বিএনপি ছাড়তে হয়েছিল; কিন্তু মনেপ্রাণে বিএনপিকে ভালোবাসি। আমার রক্তে বিএনপি মিশে আছে৷ 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, মৎস্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হবু, সহ-শ্রমবিষয়ক সম্পাদক লিটন মিয়া, পৌর বিএনপির প্রচার সম্পাদক হুমায়ুন কবির, সহ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস কাঞ্চন, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম ঝিকু, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা তামিম আহমেদ সবুজ প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow