বিএনপিতে যোগ দিলেন চাকমা সম্প্রদায়ের সহস্রাধিক মানুষ

খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের বিশিষ্টজনসহ তৃণমূল পর্যায়ের সহস্রাধিক মানুষ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। এ যোগদানের মধ্য দিয়ে খাগড়াছড়িতে মূলধারার রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি টাউন হলে বিএনপি মনোনীত প্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়ার হাতে ধানের শীষ তুলে দিয়ে যোগ দেন তারা।  বিএনপিতে যোগদানকারী চাকমা সম্প্রদায়ের বিশিষ্টজনদের বিএনপিতে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থানবিষয়ক সহসম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া বলেন, আপনার বিএনপি তথা আমার ওপর যে আস্থা রেখেছেন, বিশ্বাস করেছেন আমি সেই আস্থার প্রতিদান দেব। একজন মানুষ হিসেবে সবসময় আপনাদের পাশে থাকব। সাবেক ইউপি সসদস্য ও মানবিক কল্যাণ সংঘের কেন্দ্রীয় সভাপতি শান্তিময় চাকমার সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি।  যোগদান অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু ও খাগড়াছড়ি জেলা মহিলা দলের

বিএনপিতে যোগ দিলেন চাকমা সম্প্রদায়ের সহস্রাধিক মানুষ

খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের বিশিষ্টজনসহ তৃণমূল পর্যায়ের সহস্রাধিক মানুষ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। এ যোগদানের মধ্য দিয়ে খাগড়াছড়িতে মূলধারার রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি টাউন হলে বিএনপি মনোনীত প্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়ার হাতে ধানের শীষ তুলে দিয়ে যোগ দেন তারা। 

বিএনপিতে যোগদানকারী চাকমা সম্প্রদায়ের বিশিষ্টজনদের বিএনপিতে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থানবিষয়ক সহসম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া বলেন, আপনার বিএনপি তথা আমার ওপর যে আস্থা রেখেছেন, বিশ্বাস করেছেন আমি সেই আস্থার প্রতিদান দেব। একজন মানুষ হিসেবে সবসময় আপনাদের পাশে থাকব।

সাবেক ইউপি সসদস্য ও মানবিক কল্যাণ সংঘের কেন্দ্রীয় সভাপতি শান্তিময় চাকমার সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি। 

যোগদান অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু ও খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান প্রমুখ বক্তব্য রাখেন।

চাকমা সম্প্রদায়ের বিশিষ্টজনসহ সহস্রাধিক তৃণমূল মানুষের বিএনপিতে যোগদান নির্বাচনী রাজনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন সচেতন মহল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow