বিএনপিতে যোগ দিলেন জাপা প্রার্থীর নেতৃত্বে হাজারো নেতাকর্মী
বরিশাল-৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মিজানুর রহমানের নেতৃত্বে হাজারো নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার সময় একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রাজিব আহসানের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন করেন তারা। উপজেলার বদরপুরে অবস্থিত রাজিব আহসানের বাড়ির আঙিনায় যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনুষ্ঠানিকভাবে রাজিব আহসানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা যোগদান করেন। এ সময় জাতীয় পার্টির মেহেন্দিগঞ্জ উপজেলা ও কাজীরহাট থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে জাতীয় পার্টির সকল নেতাকর্মীদের বরণ করে নেন বিএনপির প্রার্থী। বিএনপির প্রার্থী রাজিব আহসান বলেন, যারা যোগদান করেছেন, তাদের এ যোগদান দলের জন্য শক্তি হিসেবে কাজ করবে। আপনারা বিভিন্ন দলের কর্মকাণ্ড দেখেছেন। এখন আবার বিএনপির আদর্শ ও নীতিকে ভালোবেসে আমাদের সঙ্গে এসেছেন। পাশাপাশি আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি ও কর্মকাণ্ড দেখে উৎসাহিত হয়েছেন। অতীতেও আপনারা আমাদের দেখেছেন এবং ভবিষ্যতেও দেখবেন। আপনারা আমাদের পরিবা
বরিশাল-৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মিজানুর রহমানের নেতৃত্বে হাজারো নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার সময় একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রাজিব আহসানের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন করেন তারা।
উপজেলার বদরপুরে অবস্থিত রাজিব আহসানের বাড়ির আঙিনায় যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনুষ্ঠানিকভাবে রাজিব আহসানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা যোগদান করেন।
এ সময় জাতীয় পার্টির মেহেন্দিগঞ্জ উপজেলা ও কাজীরহাট থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে জাতীয় পার্টির সকল নেতাকর্মীদের বরণ করে নেন বিএনপির প্রার্থী।
বিএনপির প্রার্থী রাজিব আহসান বলেন, যারা যোগদান করেছেন, তাদের এ যোগদান দলের জন্য শক্তি হিসেবে কাজ করবে। আপনারা বিভিন্ন দলের কর্মকাণ্ড দেখেছেন। এখন আবার বিএনপির আদর্শ ও নীতিকে ভালোবেসে আমাদের সঙ্গে এসেছেন। পাশাপাশি আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি ও কর্মকাণ্ড দেখে উৎসাহিত হয়েছেন। অতীতেও আপনারা আমাদের দেখেছেন এবং ভবিষ্যতেও দেখবেন। আপনারা আমাদের পরিবারের লোক হয়ে গেলেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান বলেন, আমি আজকের আগে থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলাম। গত নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। এবারও নির্বাচনে আমি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী। কিন্তু মনোনয়ন ফরম জমা দেইনি, কারণ দলের সাংগঠনিক কার্যক্রমে অনেক ঘাটতি রয়েছে।
তিনি আরও বলেন, জাতীয় পার্টির এরশাদ সাহেবের সময় যে একটা সংগঠন ছিল, সেই সংগঠনের মধ্যে একটা গুনাপোকা ধরে মরে গেছে। চিন্তাভাবনা করে দেখলাম, মরা গাছে আর পানি ঢেলে লাভ নেই, এই গাছ আর সতেজ হবে না। সেই কারণে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের সঙ্গে সমর্থন করে বিএনপির প্রার্থী রাজিব আহসানের প্রেমে আসক্ত হয়ে বিএনপিতে যোগদান করেছি।
একই সঙ্গে মেহেন্দিগঞ্জ উপজেলা ও কাজীরহাট থানার জাতীয় পার্টির সকল স্তরের কমিটির সকল নেতৃবৃন্দ বিএনপিতে যোগদান করলাম। হিজলা উপজেলার আংশিক নেতাকর্মীরা যোগদান করেছে।
মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিহাব আহমেদ সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক আক্কাস আলী সিকদার, সাংগঠনিক সম্পাদক রোমান ফকির।
এ সময় উপজেলা বিএনপির নেতারা যোগদানকৃত নেতাকর্মীদের মাঝে দুপুরের খাবার ও মিষ্টি বিতরণ করেন।
What's Your Reaction?