বিএনপির আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল

দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিলের আবেদন করা হয়েছিল। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক এ আবেদন করেন। তবে আপিল শুনানি শেষে মিন্টুর প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি। রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবন মিলনায়তনে আপিল শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বিএনপির এ নেতার মনোনয়নপত্র বৈধ করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার আদেশ বহাল রাখা হয়েছে ইসির আপিল শুনানিতে। আরও পড়ুনমনোনয়ন বৈধ করলাম, ব্যাংকের টাকাটা কিন্তু দিয়ে দিয়েন জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ-এনআইডি নম্বর সংগ্রহ করছেন  ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিকের অভিযোগ ছিল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া তথ্যে মিন্টু ২০২৫ সালের ৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরিত্যাগের কথা উল্লেখ করেছেন। কিন্তু এরপর ১৫ ডিসেম্বর মার্কিন পাসপোর্ট ব্যবহার করে দেশে ফেরেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে তার প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করা হয়েছিল। তবে ফখরুদ্দিন মানিকের আবেদন নামঞ্জুর করা হয়। ফলে ত্রয়োদশ নির্বাচনে

বিএনপির আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল

দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিলের আবেদন করা হয়েছিল। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক এ আবেদন করেন। তবে আপিল শুনানি শেষে মিন্টুর প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবন মিলনায়তনে আপিল শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বিএনপির এ নেতার মনোনয়নপত্র বৈধ করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার আদেশ বহাল রাখা হয়েছে ইসির আপিল শুনানিতে।

আরও পড়ুন
মনোনয়ন বৈধ করলাম, ব্যাংকের টাকাটা কিন্তু দিয়ে দিয়েন 
জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ-এনআইডি নম্বর সংগ্রহ করছেন 

ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিকের অভিযোগ ছিল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া তথ্যে মিন্টু ২০২৫ সালের ৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরিত্যাগের কথা উল্লেখ করেছেন। কিন্তু এরপর ১৫ ডিসেম্বর মার্কিন পাসপোর্ট ব্যবহার করে দেশে ফেরেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে তার প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করা হয়েছিল।

তবে ফখরুদ্দিন মানিকের আবেদন নামঞ্জুর করা হয়। ফলে ত্রয়োদশ নির্বাচনে লড়াই করতে আবদুল আউয়াল মিন্টুর আর কোনো বাধা নেই।

এমওএস/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow