বিএনপির আরও ১০ নেতাকে বহিষ্কার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে মাদারীপুর-১ (শিবচর) আসনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির ১০ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বহিষ্কৃতরা সবাই ওই আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিপরীতে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করেছিলেন। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজাহান মোল্লা সাজু, সদস্য মাহবুব মাদবর, শামীম চৌধুরী, ইয়াজ্জেম হোসেন রোমান, শিবচর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক পান্নু গোমস্তা, সাইদুজ্জামান নাসিম, আলমগীর হোসেন, সদস্য মোস্তফা মোল্লা, কুদ্দুস মোল্লা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তুমন চৌধুরী। তাদের সবাইকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, মাদারীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তারের বিপরীতে উপজেলা বিএনপির দুই নেতা স্বতন্ত্র প্রার্থী হ

বিএনপির আরও ১০ নেতাকে বহিষ্কার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে মাদারীপুর-১ (শিবচর) আসনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির ১০ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বহিষ্কৃতরা সবাই ওই আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিপরীতে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করেছিলেন।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজাহান মোল্লা সাজু, সদস্য মাহবুব মাদবর, শামীম চৌধুরী, ইয়াজ্জেম হোসেন রোমান, শিবচর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক পান্নু গোমস্তা, সাইদুজ্জামান নাসিম, আলমগীর হোসেন, সদস্য মোস্তফা মোল্লা, কুদ্দুস মোল্লা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তুমন চৌধুরী। তাদের সবাইকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মাদারীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তারের বিপরীতে উপজেলা বিএনপির দুই নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। এই বিদ্রোহী প্রার্থীদের পক্ষে সরাসরি প্রচারণা চালানোর কারণে কেন্দ্রীয় কমিটি নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে।

মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া জানান, শিবচরের পাশাপাশি মাদারীপুর-২ (সদর-রাজৈর) আসনেও বিদ্রোহী প্রার্থী থাকায় সেখানেও আরও কয়েকজনকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে। তবে মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনে কোনো বিদ্রোহী প্রার্থী না থাকায় সেখানে আপাতত এমন কোনো সম্ভাবনা নেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow