বিএনপির আরও ২ প্রার্থীর মনোনয়ন বাতিল

বিএনপির আরও দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৮ জানুয়ারি) আপিল শুনানির শেষ দিনে এ সিদ্ধান্ত জানানো হয়। বাতিল হওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বৈত নাগরিকত্বের কারণে কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে। অপরদিকে ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে কমিশন। ইসি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন। ঋণখেলাপি হওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় জামায়াত প্রার্থীর করা আপিল মঞ্জুর করে ইসি, ফলে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হয়। অন্যদিকে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপি প্রার্থী আবদুল গফুর ভূঁইয়া তার নির্বাচনী হলফনামায় দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর আগে শনিবার (১৭ জানুয়ারি) ঋণখেলাপির অভিযোগে কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতাও বাতিল করেছিল নির্বাচন কমিশন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতী

বিএনপির আরও ২ প্রার্থীর মনোনয়ন বাতিল

বিএনপির আরও দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৮ জানুয়ারি) আপিল শুনানির শেষ দিনে এ সিদ্ধান্ত জানানো হয়।

বাতিল হওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বৈত নাগরিকত্বের কারণে কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে। অপরদিকে ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে কমিশন।

ইসি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন। ঋণখেলাপি হওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় জামায়াত প্রার্থীর করা আপিল মঞ্জুর করে ইসি, ফলে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হয়।

অন্যদিকে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপি প্রার্থী আবদুল গফুর ভূঁইয়া তার নির্বাচনী হলফনামায় দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এর আগে শনিবার (১৭ জানুয়ারি) ঋণখেলাপির অভিযোগে কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতাও বাতিল করেছিল নির্বাচন কমিশন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে রোববার সকাল ১০টা থেকে আপিল শুনানির শেষ দিনের কার্যক্রম শুরু হয়। এদিন মোট ৬৫টি আপিল আবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা রয়েছে নির্বাচন কমিশনের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow