বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ‘অচেনা’, পদ বাতিল চান নেতাকর্মীরা

3 hours ago 9

নাটোর জেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেমের পদ বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন একাংশের নেতাকর্মীরা। এসময় তারা ওই নেতার কুশপুতুল দাহ করেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের দত্তপাড়া বাজার এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে নাটোর শহর থেকে মোটরসাইকেল বহর নিয়ে দত্তপাড়া বাজারে আসেন নেতাকর্মীরা। সেখানে স্থানীয় নেতাকর্মীরা তাদের সঙ্গে যোগ দেন। তারা ‘ওরা কারা’ লেখাসংবলিত ব্যানার নিয়ে মিছিল শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা দত্তপাড়া বাজারে সমাবেশ করেন।

সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক জুয়েল রানা, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোন্তাজ আলী প্রামাণিক, শ্রমিকদলের সহ-সভাপতি হানিফ মোল্লা, বড়হরিশপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি গোলাপ মোল্লা, দত্তপাড়া শাখার সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, গত রোববার কেন্দ্র ঘোষিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে আবুল কাশেম নামে একজনকে পদ দেওয়া হয়েছে। অথচ তাকে নেতাকর্মীরা কেউ চেনেন না। গত ১৭ বছর তাকে নাটোরের মাটিতে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। কীভাবে তাকে নেতা বানানো হলো প্রশ্ন তোলেন তারা।

বক্তারা আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনে আবুল কাশেম আওয়ামী লীগের প্রার্থী শফিকুল ইসলাম শিমুলের প্রচারণা চালিয়েছেন। অর্থ সহায়তা করেছেন। তাকে কীভাবে আহ্বায়ক কমিটিতে স্থান দেওয়া হলো, আমরা বুঝতে পারছি না। তাকে অবিলম্বে পদ থেকে সরিয়ে দেওয়া হোক।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেম বলেন, ২০১৩ সালে রুহুল কুদ্দুস তালুকদারের (দুলু) নির্দেশে তার লোকজন আমাকে ব্যাপক মারধর করেছিল। আমাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে যেতে হয়েছিল। তখন বেগম খালেদা জিয়া আমাকে নাটোরে আসতে নিষেধ করেছিলেন। তাই নাটোরে আসা হয়নি। তবে গাজীপুরে আমি আন্দোলন সংগ্রামে ছিলাম।

রেজাউল করিম রেজা/এফএ/এএসএম

Read Entire Article