বিএনপির কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলেই বহিষ্কার

1 month ago 26

খুলনা মহানগরীতে ভাঙচুর, লুটতরাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে বিএনপি ও অঙ্গ দলের কেউ জড়িত থাকলে তাদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে খুলনা মহানগর বিএনপি। একইসঙ্গে দোষিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে খুলনা মহানগর বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা সভায় সভাপতিত্ব করেন।

সভায় মনা বলেন, খুলনায় চিহ্নিত দুষ্কৃতকারীরা পরিকল্পিত অরাজকতা সৃষ্টি করছে। বাড়ি-ঘর, ব্যবসা-প্রতিষ্ঠানে ডাকাতি, হামলা, ভাংচুর ও লুটতরাজে লিপ্ত হয়েছে।

দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চক্রান্তকে প্রতিহত করতে হবে উল্লেখ করে খুলনা বিএনপি নেতারা বলেছেন, পতিত স্বৈরাচার ও তার দোসররা পরিকল্পিতভাবে অন্তর্বর্তীকালীন সরকার, তথা বিজয়ী ছাত্র-জনতার ওপর প্রতিশোধের নীল নকশা নিয়ে মাঠে নেমেছে। সন্ত্রাসী কাজে লিপ্ত দুষ্কৃতকারীদের প্রতি সতর্ক দৃষ্টি রেখে তাদের আইনের আওতায় আনতে হবে। আইনকে যাতে কেউ নিজ হাতে তুলে নিতে না পারে সেজন্য গণতন্ত্রকামী মানুষকে সার্বিক সহায়তা প্রদান করতে হবে।

সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক স. ম. আ. রহমান, বেগম রেহেনা ঈসা, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, ফকরুল আলম।

সভায় সর্বসম্মতিক্রমে দল থেকে পদত্যাগ করা কয়েকজন বিএনপির নাম ব্যবহার করে দোকানপাট ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে তালা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জ্ঞাপন করা হয়। সভা থেকে নগরীর শৃঙ্খলা রক্ষার্থে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার সিদ্ধান্ত গৃহিত হয় এবং সভা থেকে পরাজিত শক্তি হলেও তাদের পাশে থাকার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

আলমগীর হান্নান/এফএ/এমএস

Read Entire Article