বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে শ্রমিকদল নেতা নিহত

2 weeks ago 15

নরসিংদীর পাঁচদোনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত শ্রমিকদল নেতা আলম মিয়া (৫৫) মারা গেছেন। এ খবর এলাকায় পৌঁছলে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে শ্রমিকদল নেতারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে এলাকায় উত্তেজনা দেখা দেয়।

নিহত আলম মিয়া নরসিংদী সদর উপজেলার বসন্তপুর গ্রামের আলিমদ্দিনের ছেলে। ওই সংঘর্ষে গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হন।

এর আগে ১৮ ডিসেম্বর রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাঁচদোনা ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লাল মিয়া মেম্বর ও যুবদল নেতা মোসাদ্দেক গ্রুপের সংঘর্ষ হয়। এসময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে।

সেসময় মাথায় আঘাত পান পাঁচদোনা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক আলম মিয়া। তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার বিকেল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

আলম মিয়ার মৃত্যুর খবরে পুনরায় পাঁচদোনা মোড় অশান্ত হয়ে পড়ে। শ্রমিকদল নেতারা রাস্তায় আগুন লাগিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে যুবদল নেতা মোসাদ্দেকের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে মধাবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ও স্থানীয় বিএনপি নেতাদের হস্তক্ষেপে আড়াই ঘণ্টা পর অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।

মারামারি ঘটনায় লাল মিয়া মেম্বরের ছেলে ইব্রাহিম মিয়া বাদী হয়ে মোসাদ্দেককে ১ নম্বর আসামি করে ১৯ জনের নামে মধাবদী থানায় মামলা করেন।

পাঁচদোনায় আধিপত্য বিস্তার, এলাকার নিয়ন্ত্রণ, অটোরিকশা স্ট্যান্ড ও ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে লাল মিয়া এবং মোসাদ্দেক হোসেন গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে।

এ বিষয়ে কথা বলতে লাল মিয়া ও মোসাদ্দেক হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, বিএনপির দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে আলমের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে তার সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

সঞ্জিত সাহা/জেডএইচ/এএসএম

Read Entire Article