বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব নেই : ডা. তাহের

2 days ago 6
বিএনপির সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তেমন কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, জামায়াত ও বিএনপি জাতির কল্যাণে একসঙ্গে কাজ করছে এবং করবে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস। সাক্ষাৎ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. তাহের এসব কথা বলেন। তিনি বলেন, জামায়াতের সঙ্গে বিএনপির বিরোধ নেই। ছোট ছোট বিষয়ে বিভিন্ন জন বিভিন্ন দিকে কথা বলছেন। বিএনপির নজরুল ইসলাম খান সরাসরি বলেছেন, বিএনপির সঙ্গে জামায়াতের কোনো বিরোধ নেই। জামায়াতে ইসলামীও বিএনপির সঙ্গে কোনো বিরোধ অনুভব করে না। আমরা একসঙ্গে কাজ করছি এবং করব। রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকারে আলোচনার বিষয়ে তিনি বলেন, ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। ব্রাজিল যেসব পণ্য রপ্তানি করে, সেগুলো কীভাবে পাঠাতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল পণ্য ও গার্মেন্টস পণ্য কীভাবে রপ্তানি করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি। ব্রাজিলের বড় কোনো অর্থায়ন বাংলাদেশে নেই। আমরা বলেছি, ব্রাজিলের যেসব পণ্য দরকার সেসব পণ্যে যাতে তারা অর্থায়ন করে। তারা যেন কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ করে- সেসব বিষয়ে বলেছি। তিনি বলেন, বিগত সাড়ে তের বছর জামায়াতে ইসলামীর কার্যালয় বন্ধ ছিল। ফলে বিদেশি বন্ধুরা গত ১৫ বছরে এখানে আসতে পারেনি এবং কথাও বলতে পারেনি। ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস বলেন, আমি এখানে এসে আনন্দিত। ভবিষ্যতের বিভিন্ন বিষয়ে আমরা আলাপ করেছি। মতবিনিময়কালে বাংলাদেশ ও ব্রাজিলের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। ভবিষ্যতে উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উভয় নেতা। বেলা ১১টায় বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। রাষ্ট্রদূতের বিশেষ সহকারী মিস সাদিয়া উপস্থিত ছিলেন। এ সময় জামায়াত নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।
Read Entire Article