বিএনপির সঙ্গে বৈঠক করেছে ঢাকায় সফররত নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর মাল্টিপার্টি ডেমোক্রেসির (এনআইএমডি) প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
অন্যদিকে এনআইএমডির পক্ষে প্রোগ্রাম ও নলেজ অ্যাডভাইজার তাইউহ নেঙ্গে, হেড অফ পজিশনিং হেলিন শ্রোয়েন এবং এএইচইএডি বাংলাদেশের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ সাহিল ছিলেন।
বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি ছাড়াও বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

1 week ago
16









English (US) ·