বিএনপির সময় ক্যাপিটাল মার্কেটে ধস নামেনি : আমীর খসরু

বিএনপির সময় কোনোদিন ক্যাপিটাল মার্কেটে ধস নামেনি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৫’ এসব কথা বলেন তিনি। আমীর খসরু বলেন, বিএনপির সময় কোনোদিন ক্যাপিটাল মার্কেটে ধস নামেনি। ক্যাপিটাল মার্কেটে সমস্যাও হয়নি। বিএনপির সময় পলিটিক্যাল ডিসিশন নিয়ে গভর্নর অ্যাপয়েন্টমেন্ট করিনি। যেহেতু আমাদের সময় ব্যাংকিং সেক্টরে কোনোদিন সমস্যা হয়নি। আগামী দিনেও হবে না ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে সেটা দেখা গেছে। কিন্তু সেটার সুফল জনগণের কাছে না গিয়ে একটি গোষ্ঠীর কাছে, একটি অর্গানাইজড গ্রুপের কাছে গেছে। বিএনপির এই নেতা বলেন, রাজনীতিকে যেভাবে গণতন্ত্রের কথা আমরা বলছি, অর্থনীতিকেও আমাদের গণতন্ত্রের দিকে নিয়ে যেতে হবে। খালি রাজনীতিকে গণতন্ত্রণ করবেন, নির্বাচন করবেন, সরকার হবে, সংসদ হবে, সেটা কিন্তু সলিউশন হবে না। সলিউশন হবে আমরা যদি অর্থনৈতিক গণতন্ত্র অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিতে প্রত্যেকটি নাগরিকের একটা অংশগ্রহণ থাকবে। তিনি বলেন, ১৮ মাসে ১ কোটি চা

বিএনপির সময় ক্যাপিটাল মার্কেটে ধস নামেনি : আমীর খসরু

বিএনপির সময় কোনোদিন ক্যাপিটাল মার্কেটে ধস নামেনি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৫’ এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, বিএনপির সময় কোনোদিন ক্যাপিটাল মার্কেটে ধস নামেনি। ক্যাপিটাল মার্কেটে সমস্যাও হয়নি। বিএনপির সময় পলিটিক্যাল ডিসিশন নিয়ে গভর্নর অ্যাপয়েন্টমেন্ট করিনি। যেহেতু আমাদের সময় ব্যাংকিং সেক্টরে কোনোদিন সমস্যা হয়নি। আগামী দিনেও হবে না ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে সেটা দেখা গেছে। কিন্তু সেটার সুফল জনগণের কাছে না গিয়ে একটি গোষ্ঠীর কাছে, একটি অর্গানাইজড গ্রুপের কাছে গেছে।

বিএনপির এই নেতা বলেন, রাজনীতিকে যেভাবে গণতন্ত্রের কথা আমরা বলছি, অর্থনীতিকেও আমাদের গণতন্ত্রের দিকে নিয়ে যেতে হবে। খালি রাজনীতিকে গণতন্ত্রণ করবেন, নির্বাচন করবেন, সরকার হবে, সংসদ হবে, সেটা কিন্তু সলিউশন হবে না। সলিউশন হবে আমরা যদি অর্থনৈতিক গণতন্ত্র অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিতে প্রত্যেকটি নাগরিকের একটা অংশগ্রহণ থাকবে।

তিনি বলেন, ১৮ মাসে ১ কোটি চাকরির প্রজেক্ট আমরা টার্গেট করেছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow