ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মফিজুর রহমান আশিক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা দেশ বদলের সনদ।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে আশিকের নেতৃত্বে খালি গন্ডমারা ইউনিয়নের বাংলাবাজার ও সকাল বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ এবং ধানের শীষের প্রচারণার সময় তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গন্ডমারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, যুবদলের তারিফুল ইসলাম, মিজানুর রহমান বাবলু, আনিসুর রহমান, মানিক জুনাইদুল করিম, ছাত্রদলের নেতা আবদুল্লাহ জিহান, খালেদ হোসেন মেহেদী, মুবাশ্বির, মাইডি মামুনসহ বিএনপির নেতাকর্মীরা।
ছাত্রদলের সাবেক নেতা আশিক বলেন, প্রিয় বাঁশখালীবাসী আজ আমরা এক নতুন দিনের স্বপ্ন দেখি— সেই স্বপ্নের নাম ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা’, যা আমাদের প্রিয় বাংলাদেশকে দীর্ঘ ফ্যাসিস্ট দুঃশাসনের অন্ধকার থেকে মুক্তি দিতে চায়। তখন গণতন্ত্র ছিল না, মানুষের অধিকার ছিল না, আর অর্থনীতি লুটপাটের শিকার। কিন্তু তারেক রহমান আমাদের হতাশ হতে দেননি; তিনি ৩১ দফা রূপরেখা প্রণয়নের মাধ্যমে নতুন স্বপ্ন, ন্যায়, সুশাসন ও সমৃদ্ধির পথ দেখালেন, কারণ প্রকৃতির মতো তিনি জানতেন— শীতের পর বসন্ত আসে।
তিনি আরও বলেন, এই দফাগুলোতে আছে ন্যায়বিচার, জবাবদিহিতা, দুর্নীতিমুক্ত প্রশাসন, তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা, অর্থনৈতিক ন্যায়বিচার, কৃষক ও শ্রমিকদের অধিকার, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কার, নাগরিক নিরাপত্তা এবং তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান। কিন্তু কেবল স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহস, ঐক্য ও অধ্যবসায় প্রয়োজন। তাই আমাদের লড়তে হবে, খুঁজতে হবে, জিততে হবে এবং কখনোই হার মানা যাবে না। চলুন সবাই মিলিত হই, এই ৩১ দফার পথে এগিয়ে যাই, দেশের গণতন্ত্র ও মর্যাদা ফিরিয়ে আনতে লড়াই করি, আমরা জয় করব এবং বাংলাদেশের বসন্ত আসবেই— ইনশাআল্লাহ।

12 hours ago
6









English (US) ·