বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান হলেন এ এফ এম শাহীনুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি করা এই কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বিএফআইইউর ডেপুটি হেড হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালের ডিসেম্বর মাসে তিনি বাংলাদেশ ব্যাংক থেকে পিআরএলে যান।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে ডেপুটি গভর্নর পদ মর্যাদায় বিএফআইইউর প্রধান হিসেবে ২ বছরের জন্য নিয়োগ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এ এফ এম শাহীনুল ইসলামকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠন থেকে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে ডেপুটি গভর্নর পদ মর্যাদায় বিএফআইইউর প্রধান হিসেবে নিয়োগ করা হলো। যোগদানের তারিখ থেকে তার মেয়াদ হবে ২ বছর।