বিএফএফইএর সভাপতিসহ দুই চিংড়ি রপ্তানিকারকের জরিমানা

2 hours ago 5

খুলনায় ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) কেন্দ্রীয় সভাপতি কাজি বেলায়েত হোসেনের কোম্পানিসহ দুটি প্রতিষ্ঠান থেকে ৫৬০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) রাতে রূপসা নদীর পূর্ব পাড়ে পৃথক স্থানে অভিযান চালিয়ে জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তর খুলনার কর্মকর্তা লিপটন সরদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রূপসা নদীর পূর্ব পাড়ে ইকবাল হোসেনের মালিকানাধীন ইন্টারন্যাশনাল শ্রিম্প কোম্পানিতে অভিযান চালিয়ে ৪০০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়। এ প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা এবং নতুন বাজার এলাকায় কাজী বেলায়েত হোসেনের মালিকানাধীন ছবি ফিসে অভিযান চালিয়ে ১৬০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়। এ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আলমগীর হান্নান/আরএইচ/এমএস

Read Entire Article