বিএসএফকে নিয়ে কড়া মন্তব্য মমতার

ভারত-বাংলাদেশ সীমান্তে যা করা হচ্ছে তা বাড়াবাড়ি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রতি ইঙ্গিত করে এমনটাই বলেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। সোমবার পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহারে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।  মমতা রাজ্য পুলিশকে ভয় না পেয়ে বরং একটু সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, তল্লাশি অপারেশনের ওপর জোর দিতে হবে। বাসিন্দাদের ওপর হয়রানির অভিযোগ করে মমতা বলেন, কোচবিহার একটি সীমান্ত জেলা। সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হবে। কোনো বাড়াবাড়ি সহ্য করা হবে না। কেউ বাংলা বললেই সে বাংলাদেশি হয়ে যায় না। বাংলাদেশ একটি দেশ এবং পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য। মমতা বলেন, উত্তর প্রদেশের অনেকে উর্দু বলেন। পাকিস্তানিরাও উর্দু বলেন। পাকিস্তানেও একটি পাঞ্জাব আছে। ভারতেও পাঞ্জাব আছে। দুই পাশের বাসিন্দারা পাঞ্জাবি বলেন। তাই বলে ভারতের পাঞ্জাবিরা পাকিস্তানি হয়ে যায়নি বা পাকিস্তানিরা ভারতীয় হয়ে যায়নি। কিন্তু বাংলার বাসিন্দাদের যে হয়রানি করা হচ্ছে তা কোনোভাবেই সহ্য করার মতো

বিএসএফকে নিয়ে কড়া মন্তব্য মমতার

ভারত-বাংলাদেশ সীমান্তে যা করা হচ্ছে তা বাড়াবাড়ি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রতি ইঙ্গিত করে এমনটাই বলেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। সোমবার পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহারে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। 

মমতা রাজ্য পুলিশকে ভয় না পেয়ে বরং একটু সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, তল্লাশি অপারেশনের ওপর জোর দিতে হবে। বাসিন্দাদের ওপর হয়রানির অভিযোগ করে মমতা বলেন, কোচবিহার একটি সীমান্ত জেলা। সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হবে। কোনো বাড়াবাড়ি সহ্য করা হবে না। কেউ বাংলা বললেই সে বাংলাদেশি হয়ে যায় না।

বাংলাদেশ একটি দেশ এবং পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য। মমতা বলেন, উত্তর প্রদেশের অনেকে উর্দু বলেন। পাকিস্তানিরাও উর্দু বলেন। পাকিস্তানেও একটি পাঞ্জাব আছে। ভারতেও পাঞ্জাব আছে। দুই পাশের বাসিন্দারা পাঞ্জাবি বলেন। তাই বলে ভারতের পাঞ্জাবিরা পাকিস্তানি হয়ে যায়নি বা পাকিস্তানিরা ভারতীয় হয়ে যায়নি। কিন্তু বাংলার বাসিন্দাদের যে হয়রানি করা হচ্ছে তা কোনোভাবেই সহ্য করার মতো না।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow