বিএসপি মহাসচিব আব্দুল আজিজের দাফন সম্পন্ন

2 months ago 7
বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকারের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। বিএনপির দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া এ তথ্য জানিয়েছেন। এর আগে, দুপুর দুইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজার নামাজে ইমামতি করেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান মাইজভাণ্ডার দরবার শরীফের পীর, আওলাদে রাসুল (সা.) হজরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। জানাজার আগে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকারকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন গণআজাদী লীগের সভাপতি মোহাম্মদ আতাউল্লাহ আতা, আহলে সুন্নাত ওয়াল জামাত নির্বাহী মহাসচিব মাওলানা মাসুদ হোসাইন আল কাদেরী, সাংগঠনিক সচিব মাওলানা মো. আব্দুল মতিন, দপ্তর সচিব মোহাম্মদ ফিরোজ আলম, বিএসপির ভাইস চেয়ারম্যান মাওলানা আশিকুর রহমান হাশেমী, মো. মনির হোসেন, মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, যুগ্ম মহাসচিব মো. আসলাম হোসাইন, মো. সোহেল সামাদ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এস এম এ বারী, দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ঢালী কামরুজ্জামান হারুন, ছাত্র কল্যাণবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, গ্লোবাল সুফি অর্গানাইজেশন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী বোর্ডের অন্যতম সদস্য মোহাম্মদ আফতাব জিলানী, মাওলানা তৌহিদুল ইসলাম প্রমুখ। শুক্রবার (২০ জুন) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল আজিজ সরকার। তার বয়স হয়েছিল ৮২ বছর।
Read Entire Article